Online Admission

Instructions

অনলাইন ভর্তি সেশনে আপনাকে স্বাগতম!
অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পাদনের জন্য নিম্নোক্ত তথ্য দিয়ে সঠিক ভাবে পূরণ করে জমা দিন। 
ফর্ম পূরণে লক্ষ্যনীয় :
১। সকল তথ্য ইংরেজিতে পূরণ করুন
২। সচল মোবাইল নম্বর প্রদান করুন
৩। পূর্ববর্তী স্কুল বিবরণের ঘরে:
        পূর্ববর্তী স্কুল/মাদ্রাসার নাম লিখুন। Roll এবং Registration নম্বর লিখুন। 
যেমন:
মাদ্রাসা:
রোল:
রেজি:
৪। নথি আপলোডের ঘরে (সম্ভব হলে) দাখিল/আলিম পরীক্ষার এডমিট কার্ড এর ছবি আপলোড করুন। 
৫। বি.দ্র. ঘরে অন্য কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকলে দিতে পারেন।

সকল তথ্য পূরন করে "জমা দিন" ক্লিক করুন।

৬। "জমা দিন" ক্লিক করার পর সকল তথ্য যাচাই করে নিচে ডান পাশে চেক মার্ক দিয়ে "জমা দিন" ক্লিক করুন। তাহলে আপনার ভর্তি নিশ্চিত হয়েছে মর্মে মেসেজ দেখা যাবে। 

যে কোন সমস্যায় কল করুন:
সাইফুল ইসলাম (আরবি প্রভাষক)
মোবাইল: 01915956009(WhatsApp),  01796254024 (WhatsApp) 
 

Basic Details

*
*
*
*
*

Guardian Details

*
*

Miscellaneous Details

Upload Documents

(To Upload Multiple Document Compress It In A Single File Then Upload It)